Academics who Make Us Proud
Mr Debendra Nath Banerjee was the first chairman of Department of Political Science. Since 1938, the Department of Political Science has been playing a significant role in disseminating the political ideas and philosophy. During the formative phase, Professor Abdur Razzaq was an influential intellectual, acting as the lighthouse of the rising Muslim middle class through his effective mentoring. Subsequently, the study of political science was enriched in the then East Bengal by the devoted academic leader, Professor Dr. Muzaffar Ahmad Chowdhury, popularly known as MAC Sir. After the creation of Pakistan, the academic life was influenced by spirit of Bengali Nationalism. Along with MAC Sir Professor Dr. Burhanuddin Khan Jahangir actively participated in the 1952 Language Movement. At the time of framing the first constitution of Pakistan Professor Abdur Razzaq was invited as one of the representatives from East Pakistan.
Later Professor Dr. Muzaffar Ahmad Chowdhury, the eminent faculty member of the Department of Political Science was appointed as Vice Chancellor of the University of Dhaka in 1972. He also performed duties as the Chairman of the University Grants Commission (UGC) of Bangladesh. In 1971, Professor Chowdhury served as the member of the Planning Commission of the Mujibnagar Government. In 1975, he served as the Education Minister of the Government.
In addition to Professor Muzaffar Ahmad Chowdhry, many distinguished faculty members of the Department of Political Science worked as the academic leaders. Professor Dr. Emajuddin Ahamed (1992-1996) was the Vice Chancellor of the University of Dhaka. Professor Ahamed and Professor Harun-or-Rashid served as the Pro-Vice Chancellor at the same University in 1986-1990 and 2009-2012 respectively. Professor Dr. Aftab Uddin Ahmed and Professor Dr. Harun-or-Rashid served as the Vice-Chancellor of the National University of Bangladesh from 2003-05 and 2013-2021 respectively and Professor Dr. Burhanuddin Khan Jahangir as Pro-Vice Chancellor from 1996-2001.
Professor Dr. A. K. Nazmul Karim (1979-1980), Professor Dr. Muzaffar Ahmad Chowdhury (1975-1977), Professor Dr. M. Ataur Rahman (1985 – 1987), Professor Syed Maksud Ali (1987-1989), and Professor Dr. Harun-or-Rashid (2003–2009) served as the Dean as the Faculty of Social Sciences. Furthermore, Professor Dr. Muzaffar Ahmad Chowdhury (1951-52), Professor Sayed Maksud Ali (1969-1971), Professor Dr. Emajuddin Ahamed (1980-1983) and Professor Dr. A. H. M. Aminur Rahman (1989-1990) served as the Proctor of the University of Dhaka.
Additionally, among the teachers of the Department of Political Science who received Ekushey Award include Professor Dr. Emajuddin Ahamed (1992), Sarder Fazlul Karim (2000), Professor Dr. Najma Chowdhury (2008), Professor Dr. Burhanuddin Khan Jahangir (2009) and Professor Dr. A. K. Nazmul Karim (2012). Sarder Fazlul Karim also received Bangla Academy Literary Award in 1976. Three prominent teachers from this department including Abdur Razzaq, Professor Dr. Talukder Maniruzzaman and Sarder Fazlul Karim became the National Professors. Professor Dr. M. Mostafa Chowdhury became the Chairman of Bangladesh Public Service Commission (PSC) and Professor Dr. Hasanuzzaman Chowdhury served as the member of the PSC. Professor Dr. Najma Chowdhury served as the first female Advisor to the Caretaker Government of Bangladesh. In 2007, the UGC conferred upon her the Rokeya Medal.
Students and teachers of the Department of Political Science actively participated in the language movement of 1952. Abul Barkat, a student of the Department of Political Science was a Martyr of the language movement. To commemorate him, the University of Dhaka has set up ‘ভাষা শহিদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালা’. Of many students of Political Science, who got martyred in 1971 are as follows: Sheikh Mohammad Abdullahil Baki (Bir Protik), Md. Ashraf Ali Khan and Md. Ataur Rhaman. Mohammad Sadek-one of the graduates of Political Science got martyred on 25 March 1971.
In the national policy making process, the faculty members of this department has made their contributions. Professor Tasneem Siddiqui has contributed in various policies of the government of Bangladesh including ‘National Strategy on Internal Displacement Management’’, (Ministry of Disaster Management, and Relief, Government of the People’s Republic of Bangladesh, January 2021); and the ‘National Action Plan (2022-2042)’ to implement the National Strategy on Internal Displacement, (Ministry of Disaster Management and Relief, Government of the People’s Republic of Bangladesh). She also framed the Overseas Employment Policy 2006 for the Ministry of Expatriates’ Welfare and Overseas Employment. After independence, Professor Dr. Ranuaq Jahan became the first Chairman of the department as per 1973 ordinance.
Biography of Professor Abdur Razzaq
Gyantaaps Abdur Razzaq was born in 1914 in Kalatia village of Keraniganj, Dhaka district. His father Maulvi Abdul Ali was a sub-inspector of the British Indian Police. His mother’s name is Nannu Bibi. He passed matriculation in first division from Dhaka Muslim High School and passed Intermediate from Dhaka Intermediate College by securing first place in the merit list. In 1931, he was admitted to the Department of Economics and Political Science of Dhaka University. After passing his graduation, he received his master’s degree in the first class in 1936. In the same year, he joined the post of lecturer in the same department. When the Department of Economics and Political Science were split into two separate departments, he moved to the Department of Political Science. Like many Muslim intellectuals during World War II and the end of British rule in the subcontinent around 1940, he was a supporter of the Pakistan Movement. After 5 years he got an opportunity to study at the London School of Economics and Political Science. Noted political scientist Harold J. Lasky was interested in supervising Abdur Razzaq’s research. Professor Laski died in 1950 before the submission of his thesis. Apart from an unfinished book, ten or twelve letters, a few applications for leave, some recommendations and some pleadings, a lecture and about six or seven interviews, the PhD thesis on‘Political Parties in India’, the essay ‘The Military in Pakistan’ and ‘Bangladesh: State of a Nation’is his writing life worth mentioning. Although he has no books written by himself, but his students have taken him and left his signature at different levels of the country. Many of his students have dedicated their own books in the name of him. Even world-famous journalist Dick Wilson has dedicated his book Asia Awakes to Abdur Razzaq. Khushbont Singh, a renowned journalist of the subcontinent, wrote a feature on Prof. Abdur Razzaq in The New York Times in 1974. Later it was reprinted in Illustrated Weekly of India. The decade 50s’ also brought him some unique honors. He got an opportunity to work in the drafting committee of the 1956 Constitution. In 1957-58 he was appointed to work on deputation to the East Pakistan Planning Commission. In 1959-60 he worked as a visiting fellow at Harvard University. Besides, he went to Balliol College in 1968 at the invitation of Oxford and edited documentation on Indo-British Relations during 18th and 19th Centuries. In 1972, he was in charge of the Department of Political Science. He was also appointed as a part-time member of the National Education Commission. The following year Delhi University awarded him an honorary D.Litt. In 1975 he was awarded the honor of National Professor by the Government of the People’s Republic of Bangladesh. There is a foundation named ‘Gyantaaps Abdur Razzaq’, from which financial assistance is given to research students. A library called ‘Gyantaaps Abdur Razzaq Vidyapeeth’ is running in Dhanmondi Rabindra Sarovar with all the rare collections of books by Abdur Razzaq. On November 28, 1999, Abdur Razzaq breathed his last.
Muzaffar Ahmed Chowdhury
Muzaffar Ahmed Chowdhury, the first Vice Chancellor of Dhaka University in independent Bangladesh, was born at Birahimpur in Noakhali on November 23, 1922. Chowdhury passed matriculation from Farashganj High School in 1938 and IA from Feni College in 1940. He pursued a BA and an MA in political science from Dhaka University. He completed his Ph.D. at London University in 1960. Chowdhury joined Dhaka University as a lecturer in the political science department and served as the proctor from 1950 to 1952. He was an active participant in the language movement; he castigated and protested against the firing and killing of students on February 21. Consequently, the government detained him until May 5, 1953. He was also a constitutional adviser to Pakistan’s Constituent Assembly and a UN General Assembly representative. Later, he protested against Ayub Khan’s authoritarian rule. Chowdhury was Bangabandhu’s political advisor from 1969–1971; he participated in the Ayub Khanconvened round table conference in 1969 as an advisor to the Awami League delegation. Chowdhury was the chief of the Mujibnagar government’s planning cell during the liberation war. Moreover, he served as the chairman of UGC, an executive member of BAKSAL, and the education minister for two terms. Some prominent books by Chowdhury include The Civil Service in Pakistan (1963), Constitutional Problems of Pakistan, An Examination of the Criticisms against Bureaucracy (1964), Government and Politics in Pakistan (1968), and Rural Government in East Pakistan (1969). Chowdhury breathed his last in Dhaka on January 17, 1978. Mozaffar Ahmed Chowdhury Auditorium at Dhaka University’s Social Science Faculty was named after him to honor his significant contributions to the university and the nation.
তালুকদার মনিরুজ্জামান
মনিরুজ্জামান, তালুকদার (১৯৩৮-২০১৯) বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, জাতীয় অধ্যাপক। তিনি ১৯৩৮ সালের ১ জুলাই সিরাজগঞ্জ জেলার তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. আবদুল মজিদ তালুকদার এবং মাতার নাম ফাতেমাতুজ্জোহরা। ৫ ভাই ২ বোনের মধ্যে তাঁর স্থান ছিল দ্বিতীয়। শিক্ষাজীবনে তিনি একজন কৃতী ছাত্র ছিলেন। ১৯৫৩ সালে তালুকদার মনিরুজ্জামান সিরাজগঞ্জ এইচ ই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ১ম গ্রেড মেধাবৃত্তিসহ ১ম বিভাগে ৬ষ্ঠ স্থান অধিকার করেন। ১৯৫৬ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে ১ম গ্রেড বৃত্তিসহ ১ম স্থান অধিকার করে ইন্টারমেডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বি এ (অনার্স) ক্লাসে ভর্তি হন। ১৯৫৯ সালে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারসহ অনার্স ডিগ্রি লাভ করেন। একই বিভাগ থেকে ১৯৬০ সালে তিনি উচ্চতর দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় গমন করেন এবং ১৯৬৩ সালে সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী কে বি সাইয়িদ ছিলেন তাঁর সুপারভাইজার। পিএইচডি ডিগ্রি অর্জন শেষে ১৯৬৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সিনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন। ১৯৬৮ সালে একই বিভাগে তিনি এসোসিয়েট প্রফেসর পদে উন্নীত হন এবং ১৯৭৪ সাল পর্যন্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালেই তিনি প্রফেসর হন। একই বছর তিনি প্রফেসর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন। ১৯৭৫ থেকে ১৯৭৮ সময়ে তিনি বিভাগের চেয়ারম্যান ছিলেন। ২০০৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন এবং একই বছর সরকার তাঁকে জাতীয় অধ্যাপক পদে মনোনীত করে।
উচ্চপর্যায়ে গবেষণার জন্য শিক্ষাজীবনে তিনি একাধিক ফেলোশিপ প্রাপ্ত হন, যার মধ্যে লন্ডন বিশ্ববিদ্যালয়ের Nuffield Fellowship (১৯৭৮-১৯৭৯), অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ফেলোশিপ (১৯৮১), উড্র উইলসন সেন্টার ফেলোশিপ, যুক্তরাষ্ট্র (১৯৮৩-১৯৮৪), জাপান ফাউন্ডেশন ফেলোশিপ (১৯৯৫-১৯৯৬) ইত্যাদি উল্লেখযোগ্য।
রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামানের দেশ ও বিদেশ থেকে প্রকাশিত একাধিক গ্রন্থ ও জার্নালে অসংখ্য আর্টিকেল রয়েছে। তাঁর গ্রন্থসমূহের মধ্যে The Politics of Development : The Case Study of Pakistan, (Dhaka 1971 ); The Bangladesh Revolution and Its Aftermath, (Dhaka 1980); Group Interests and Political Changes : Studies of Pakistan and Bangladesh, (Delhi 1982 ); The Security of the Small States in the Third World, (Australia 1982); Military Withdrawal from Polities : A Comparative Study, (USA 1987) বিশেষভাবে উল্লেখযোগ্য।
এছাড়া Pacific Affairs, The Journal of Conflict Resolution, Encyclopedia of Government and Politics (London), Cambridge Encyclopedia of India, Pakistan, Bangladesh, Sri Lanka, Nepal, Bhutan and Maldives; The Journal of Political Science Review (Delhi), The Journal of Commonwealth and Comparative Politics (London), Asian Survey, The Journal of Asian Studies (USA), The Journal of Developing Areas (USA), Public Administration (London), American Political Science Review ইত্যাদি বিদেশী জার্নালে ও জ্ঞানকোষে তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
তাঁর স্ত্রীর নাম রাজিয়া আক্তার বানু। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক ছিলেন। ২০১৯ সালে ২৯শে ডিসেম্বর প্রফেসর তালুকদার মনিরুজ্জামান মৃত্যুবরণ করেন। ২০১১ সালে তাঁর স্ত্রী পরলোকগমন করেন। এ দম্পতির দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। [হারুন-অর-রশিদ]
তথ্যসূত্র: পরিবার কর্তৃক সরবরাহকৃত।
সরদার ফজলুল করিম (১৯২৫-২০১৪)
করিম, সরদার ফজলুল (১৯২৫-২০১৪) জাতীয় অধ্যাপক। বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও প্রবন্ধকার। সরদার ফজলুল করিম বরিশালের আটিপাড়া গ্রামে এক কৃষক পরিবারে ১৯২৫ সালের ১ মে জন্মগ্রহণ করেন। বাবা খবির উদ্দিন সরদার কৃষি কাজ করতেন। মা সফুরা বেগম ছিলেন গৃহিণী। তারা দুই ভাই তিন বোন। সরদার ফজলুল করিমের শৈশবকাল কেটেছে গ্রামে। ক্লাস নাইনে পড়ার সময় তাঁর বন্ধু মোজাম্মেল হক তাঁকে এক রাতের মধ্যে ‘পথের দাবী’ পড়ে শেষ করতে দেন। এ বই থেকেই উদ্বুদ্ধ হয়েছিলেন বিপ্লবী চেতনায়। জেল খেটেছেন, শাসকের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ-অনশন করেছেন।
১৯৪০ সালে তিনি বরিশাল জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এ সময়ে তিনি ঢাকায় আসেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৪২ সালে সরদার ফজলুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন। বি.এ অনার্সে প্রথম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন। ১৯৪৬ সালে এম.এ-তেও প্রথম শ্রেণিতে ১ম হন। পরবর্তীতে এ বিভাগেই তিনি শিক্ষকতা শুরু করেন। ১৯৪৮ সালে রাজনীতির কারণে স্বেচ্ছামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ইস্তফা দেন তিনি।
বামপন্থী আন্দোলনে যুক্ত থাকার পর্যায়ে তিনি দীর্ঘ ১১ বছর কারান্তরালে বাস করেন। ১৯৫৪ সালের নির্বাচনে সরদার ফজলুল করিম নির্বাচিত হওয়ার কারণে তিনি ১৯৫৬ সালে গঠিত কনসটিটিউয়েন্ট এসেম্বলির সদস্যও ছিলেন। ১৯৪৯ সালে ঢাকা জেলে কারাবন্দীদের অধিকার আদায় অন্যান্য বন্দীদের সঙ্গে সরদার ফজলুল করিমও ৫৮ দিনের অনশনে অংশগ্রহণ করেন। কারাগার থেকেই পাকিস্তান ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি মুসলমান মধ্যবিত্তের সূতিকাগার। অধ্যাপক আব্দুর রাজ্জাককে যদি এর প্রথম প্রজন্মের প্রতিনিধি বলে ধরে নেই তবে সরদার ফজলুল করিম এবং তার সমসাময়িকরা হচ্ছেন এর দ্বিতীয় প্রজন্ম। ১৯৬৩ সালে সরদার ফজলুল করিম বাংলা একাডেমিতে সংস্কৃতি বিভাগের কর্মী হিসেবে যোগদান করেন। এ সময়ে বাংলা একাডেমির অনুবাদ শাখায় কর্মরত ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৭১-এর ৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের দায়িত্বে ছিলেন। ১৯৭২ সালে স্বাধীনতার পর সরদার ফজলুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করে সহযোগী অধ্যাপক পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন।
সরদার ফজলুল করিম অনেকগুলো মৌলিক গ্রন্থের রচয়িতা। তাঁর রচিত ‘দর্শন কোষ’ দর্শন বিষয়ে এ তাঁর সুগভীর পাণ্ডিত্যের প্রামাণ্য দলিল। তাঁর আলোচিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘রুমীর আম্মা’ ‘চল্লিশের দশকের ঢাকা’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’, ‘পূর্ববঙ্গীয় সমাজ’ ও ‘সেই সে কাল’ ইত্যাদি। এছাড়া তিনি একজন সফল অনুবাদক। সুদীর্ঘ ৩০ বছর ধরে তিনি প্লেটো, এরিস্টটল, রুশো, এঙ্গেলসের প্রমুখ ইউরোপীয় মনীষীর সাথে বাঙালি মননের যোগাযোগ ঘটিয়েছেন। বাংলাদেশের শিক্ষিত সমাজকে গ্রিক দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি যারা প্রথম শুরু করেন, সরদার ফজলুল করিম তাঁদের মধ্যে অগ্রণী। তাঁর অনূদিত বইগুলোর মধ্যে ‘প্লেটোর সংলাপ’, ‘প্লেটোর রিপাবলিক’, ‘এরিস্টটলের পলিটিক্স’ ছাড়াও রয়েছে ‘এঙ্গেলসের অ্যান্টি ডুরিং’ ও ‘রুশোর সোস্যাল কন্ট্রাক্ট’।
১৯৫৭ সালের ৪ ফেব্রুয়ারি সুলতানা রাজিয়া সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। তাঁদের এক মেয়ে এবং দুই ছেলে ।
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০০০ সালে তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে শিক্ষাবিদ হিসেবে শিক্ষা পুরস্কার পান ।
২০১৪ সালের ১৫ জুন এই তিনি পরলোক গমন করেন।
Biography of Professor Dr. Najma Chowdhury
Educationist Najma Chowdhury was born on February 26, 1942 in Sylhet. She is the third child of Chowdhury Imamuzzaman and Amirunnessa Khatun. Her education started in Assam, India. Later, she received bachelor’s and master’s degrees in political science from Dhaka University. Najma Chowdhury started his career as a lecturer in the political science department of Dhaka University in 1963. In 1966, she went to the University of London with a Commonwealth scholarship to do her PhD and returned to the country in 1972 after completing her PhD. From 1984, she served as the chairperson of the department of political Science for the next three years. In 1988, she went to the University of Minnesota on a Fulbright scholarship as a visiting scholar. From the beginning of the eighties, Najma Chowdhury became very interested in gender studies. In 1994, she and Barbara J. Nelson jointly published and edited the book ‘Women and Politics Worldwide’ from Yale University. The book later won the Victoria Chalk Award. In 2000, she and some other teachers established the department of women and gender studies in Dhaka University. She always said that women’s professional achievement in developing countries starts after they cross 40. After 40, childbearing and caregiving responsibilities are reduced, allowing women to focus on developing their creativity. In 1996, while serving as an advisor to the caretaker government of Bangladesh, Najmabrought about some fundamental changes in divorce and child custody with the help of the judiciary. Herhusband Mainur Reza Chowdhury is the former Chief Justice of Bangladesh. Although Parkinson’s took hold in her body at a very young age, the disease did not stop her. In 2007, she was appointed Interim Chair by Bangladesh University Grants Commission. This veteran educationist received the EkusheyPadak in 2008. Najma Chowdhury died on August 8, 2021 while undergoing treatment in a hospital in Dhaka due to coronavirus.
এমাজউদ্দীন আহমদ (১৯৩২-২০২০)
আহমদ, এমাজউদ্দীন (১৯৩২-২০২০) রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত। এমাজউদ্দীন আহমদ পশ্চিম বাংলার নদীয়া জেলার কালিংগ গ্রামে ১৯৩২ সালের ১৫ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শামসুদ্দীন আহমদ এবং মাতার নাম আলোকজান। পিতা স্কুল শিক্ষক ও মাতা গৃহিনী ছিলেন। দেশবিভাগের পর তাদের পরিবার ভারত থেকে এসে পূর্ব বাংলার চাপাইনবাবগঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১১ ভাই-বোনের মধ্যে তাঁর স্থান ছিল তৃতীয়।
এমাজউদ্দীন আহমদ ১৯৪৮ সালে ম্যাট্রিকুলেশন, ১৯৫০ সালে ইন্টারমেডিয়েট, ১৯৫২ বি এ এবং ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি বিষয়েও এম এ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। বি এ পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন।
কর্মময় জীবনে তিনি শিক্ষকতা পেশা বেছে নেন। তিনি একজন সফল ও জনপ্রিয় শিক্ষক ছিলেন। কলেজ থেকে তাঁর শিক্ষকতা পেশা শুরু। তিনি প্রথমে প্রভাষক হিসেবে বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে যোগ দেন। অতঃপর তিনি নীলফামারী কলেজ, চুয়াডাঙ্গা কলেজ ও রংপুর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তিনি সিনিয়র লেকচারার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর কর্মময় জীবনে তিনি বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হাজী মোহাম্মদ মোহসীন হলের প্রভোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য এবং ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তিনি University of Development Alternative (UODA) নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উপাচার্য হিসেবে কর্তব্যরত ছিলেন। শিক্ষকতা জীবনে প্রফেসর এমাজউদ্দীন আহমদ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বহুসংখ্যক গ্রন্থ এবং অসংখ্য আর্টিকেল রচনা ও প্রকাশ করেন। এছাড়া তাঁর একাধিক সম্পাদনা গ্রন্থও রয়েছে। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের কথা, (ঢাকা ১৯৬৫); মধ্যযুগের রাষ্ট্রচিন্তা, (ঢাকা ২০০০) বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ও প্রাসঙ্গিক চিন্তাভাবনা, (ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৯২),
Bureaucratic Elites in Segmented Economic Growth: Bangladesh and Pakistan, (UPL 1980); SARC: Seeds of Harmony, (UPL 1985), Military Rule and Myth of Democracy, (UPL 1988), (ed.), State and Culture, (Asiatic Society of Bangladesh 2008) বিশেষভাবে উল্লেখযোগ্য।
অন্যান্য পেশাজীবী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে প্রফেসর এমাজউদ্দীন আহমদ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি, বাংলা একাডেমির জীবন-সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ও ফেলো এবং বিএনপি সমর্থক শত নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন। একুশে পদক (১৯৯২)সহ তিনি বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠন থেকে সম্মাননা পদক প্রাপ্ত হন।
২০২০ সালের ১৭ই জুলাই ৮৬ বছর বয়সে এই কৃতী শিক্ষকের জীবনাবসান ঘটে। তাঁর স্ত্রীর নাম বেগম সেলিমা আহমদ। তিনিও প্রয়াত। এ দম্পতি ৩ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক-জননী ছিলেন। [হারুন-অর-রশিদ]
তথ্যসূত্র: পরিবার কর্তৃক সরবরাহকৃত।